জেলার আইসিটি বিষয়ক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জেলা কার্যালয়, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ই-সার্ভিসের মাধ্যমে জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, সু-শাসন ও টেকসই উন্নতি নিশ্চিতকরণে অর্থনৈতিক মুক্তির স্বপ্নপূরণ এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ জাতি গঠনে “ভিশন-২০২১” বাস্তবায়ন ও মধ্যম আয়ের দেশ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রধান হাতিয়ার তথ্য প্রযুক্তি। উচ্চ গতির ইলেক্ট্রনিক্স যোগাযোগ, ই-সরকার, দক্ষ তথ্য প্রযুক্তি মানবসম্পদ উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তিগত নিত্য-নতুন ধারণা বাস্তবায়ন, কার্যকর সমন্বয়সাধন, প্রযুক্তিগত ধারণা সকলের মাঝে বিস্তারের লক্ষ্যে গত ৩১ জুলাই, ২০১৩ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গঠন করা হয়। এর ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জেলা কার্যালয় হবিগঞ্জে দৈনন্দিন ফাইলওয়ার্ক এর কাজ ডিজিটাল পদ্ধতিতে করার জন্য ই-ফাইল (নথি) চালু করা হয়েছে। ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ জেলার ৪৬ টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার স্থাপন সম্পন্ন হয়েছে। তাছাড়া কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে বাকি ইউনিয়নের অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ চলমান রয়েছে। জেলা ও উপজেলা আইসিটি কমিটি/ফোরাম গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা কার্যালয়ের ওয়েব পোর্টাল হালনাগাদকরণের কার্যক্রম চলমান রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS